Friday, May 3, 2024

ভুয়া ডেন্টিস্টদের বিরুদ্ধে সোচ্চার যশোরে ডেন্টাল সার্জনস ফোরাম

- Advertisement -

যশোরে ভুয়া ডিগ্রিধারী ডেন্টাল ডাক্তারদের ছড়াছড়ি আশঙ্কাজনক পর্যায়ে পৌঁছেছে। বাড়ছে সীমাহীন দৌরাত্ম্য। বিভিন্ন নামিদামি ডিগ্রি ব্যবহার করে চকচকে সাইনবোর্ড সেঁটে নিরীহ রোগীদের প্রতারিত করে আসছেন তারা। এ কারণে চিকিৎসাসেবায় চরম অরাজকতা বিরাজ করছে। ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে রোগীদের জীবন।

এসব কারণে ভুয়া ডেন্টাল ডাক্তারদের চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা নেয়ার দাবিতে সোচ্চার হয়েছেন ডেন্টাল সার্জনস ফোরাম যশোরের নেতৃবৃন্দ। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার সংগঠনের পক্ষ থেকে সিভিল সার্জন শেখ আবু শাহীনের কাছে প্রতিকার চেয়ে দাবিনামা দেয়া হয়েছে। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মুক্তিযোদ্ধা ডাক্তার ইয়াকুব আলী মোল্লা, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, বিজ্ঞান বিষয়ক সম্পাদক শের আলী, যুগ্ম সাধারণ সম্পাদক বিধান কৃষ্ণ সাহা, দপ্তর সম্পাদক মাজহারুল ইসলাম রিপন,প্রচার সম্পাদক মতিউর রহমান ও সমাজ কল্যাণ সম্পাদক নাসিম জামান রিফাত।ডেন্টাল সার্জনস ফোরাম যশোরের কর্মকর্তারা জানান, জেলায় মোট ৪৯ জন ডেন্টাল সার্জন রয়েছেন। এই তালিকার বাইরে আর কোনো সার্জন নেই। অথচ তিন শতাধিক প্রতিষ্ঠানে দন্ত চিকিৎসা দেয়া হচ্ছে। অধিকাংশ প্রতিষ্ঠানে রয়েছে ভুয়া ডিগ্রির চিকিৎসক। তারা ডিপ্লোমা ও ডেন্টিস্ট কোর্স করেছেন এমন দাবি করে চিকিৎসক সেজে রোগী দেখছেন।ধর্মতলা মোড়ে এ কে শরৎ নামে এক ভুয়া ডাক্তার নিলীমা ডেন্টাল কেয়ার চালাচ্ছেন। এখানে নানা রোগের চিকিৎসা প্রদান করা হয় বলে প্রচার করা হচ্ছে।শহরের নীলগঞ্জ ব্রিজ এলাকায় ‘দন্ত সেবা’ নামে একটি প্রতিষ্ঠান খুলে চিকিৎসা করেন ভুয়া ডাক্তার হারুন অর রশিদ। বছরের পর বছর ডাক্তার পরিচয়ে রোগীদের সাথে প্রতারণা করছেন তিনি।শহরের চৌরাস্তায় বিশ্বাস ডেন্টাল চলছে সার্জন ছাড়াই। সেখানে রোগীদের চিকিৎসাসেবা প্রদান করছেন রাবিন বিশ্বাস। অভিযোগ রয়েছে, রাবিন বিশ্বাস কোনো ডিগ্রিধারী ডাক্তার নয়।বারান্দিপাড়া ঢাকা রোডে জিল্লুর রহমান নামে একজন চিকিৎসক পরিচয়ে প্রতারণা করছেন। চুড়ামনকাটি বাজারে রাজধানী ডেন্টাল নামে প্রতিষ্ঠান খুলে বসেছেন কেএম হাসিবুল ইসলাম। তিনি নামের আগে ডাক্তার ও পরে এলডিডিএস (ঢাকা) ডিগ্রি ব্যবহার করেছেন। হৈবতপুর ইউনিয়নের সাতমাইল-বারীনগর বাজারের শাহবাজপুর রোডে মাত্র পাঁচ গজের ব্যবধানে শাহআলম ওরফে বাবুল বারীনগর ডেন্টাল ও আলমগীর কবীর আজাদ ডেন্টাল কেয়ার প্রতিষ্ঠা করেছেন। নিজেরাই ডাক্তার সেজে বসেছেন। অথচ তারা তিনজনই চিকিৎসকের সহকারী।বাঘারপাড়া উপজেলা শহরের চৌরাস্তা মোড়ের মুজিব মার্কেটে অবস্থিত মোল্লা ডেন্টাল কেয়ার এন্ড চাঁদসী ক্ষত চিকিৎসালয় নামের একটি প্রতিষ্ঠান রয়েছে। এখানে চিকিৎসক পরিচয়ে রোগী দেখছেন মনিরুল ইসলাম। সিভিল সার্জন শেখ আবু শাহীন জানিয়েছেন, বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) কর্তৃক স্বীকৃত ডিগ্রি ছাড়া কেউ নামের আগে ডাক্তার লিখতে পারবেন না। ডেন্টাল সার্জনস ফোরাম যশোরের নেতৃবৃন্দ ভুয়া ডাক্তারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে একটি দাবিনামা দিয়েছেন। কোনো ভুয়া ডাক্তার রোগী দেখতে পারবে না। এ সকল প্রতিষ্ঠান ও ভুয়া ডাক্তারদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে।

রাতদিন সংবাদ

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত