Friday, May 3, 2024

মাস্ক না পরায় চৌগাছায় ছয়জনকে জরিমানা

- Advertisement -

যশোরের চৌগাছায় মাস্ক পরিধান না করায় ৬ জনের কাছ থেকে ২ হাজার সাতশত টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুর ২ টার সময় শহরের কাপুড়িয়া পট্রি এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী এনামুল হক এবং সহকারী কমিশনার (ভূমি) নারায়ণ চন্দ্র পাল এই জরিমানা আদায় করেন। এ সময় মাস্ক ব্যবহারে সচেতন করতে শতাধিক পথচারী ও দোকানীকে ফ্রি মাস্ক বিতরণ করা হয়। আদালত পরিচালনাকালে মাস্ক পরিধান না করায় শহরের ব্যবসায়ী টেঙ্গুরপুর গ্রামের শরিফ হোসেন (২৮), উজ্জল হোসেন (২৬), আড়পাড়া গ্রামের ইমামুল (২৬), সরোয়ার (২৪) ও মশিয়ূর নগর গ্রামের আতিকুর (২৮) এর কাছ থেকে ৫শত টাকা করে জরিমানা আদায় করেন। একই সময়ে আতিকুরের পিতা আজিজুর রহমানের কাছ থেকে ২ শত টাকা জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রকৌশলী এম. এনামুল হক বলেন, করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। এ বিধান অমান্য করায় দণ্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় জরিমানা আদায় করা হয়েছে। মাস্ক ব্যবহারে সচেতনতা সৃষ্টি করতে একই সময়ে প্রায় শতাধিক ব্যক্তির মধ্যে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়েছে। তিনি আরো বলেন, মাস্ক পরতে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে অভিযান অব্যাহত থাকবে। আদালত পরিচালনাকালে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশতিয়াক আহমেদসহ নিরাপত্তাবাহিনীর সদস্যরা তাদের সাথে ছিলেন।

চৌগাছা প্রতিনিধি

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত