Friday, May 3, 2024

নড়াইলে“হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন এর উদ্বোধন

- Advertisement -

নড়াইল প্রতিনিধি:নড়াইল জেলায় ১২ ডিসেম্বর থেকে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। আগামী ২৪ জানুয়ারী পর্যন্ত ক্যাম্পেইন চলাকালে জেলায় ৯ মাস থেকে শুরু হয়ে ১০ বছরের কম বয়সী ১লাখ ৬০ হাজার ১শত ২২ জন শিশুকে হাম রুবেলা টিকা দেয়া হবে। ১ হাজার ৩৯ টি ইপিআই এর স্থায়ী কেন্দ্রের মাধ্যমে এসব টিকা দেয়া হবে।

শনিবার সকালে নড়াইল পৌরসভার ৫নং ওয়ার্ডের প্রয়াত মেয়র মোঃ জাহাঙ্গীর বিশ্বাসের পুরাতন বাড়ীর টিকাদান কেন্দ্রে এ কর্মসূচীর উদ্বোধন সিভিল সার্জন ডাঃ আব্দুল মোমেন ।
এসময় পৌরসভার প্যানেল মেয়র মোঃ রেজাউল বিশ্বাস, মেডিকেল অফিসার ডাঃ সৈয়দ শফিক তমাল, সিনিয়ার স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোল্যা ফোরকান আলী, ইপিআই কর্মকর্তা হারাধন বিশ্বাস, মোঃ নাজমুল ইসলামসহ সেবিকা ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাদ কর্মিরা উপস্থিত ছিলেন।
সিভিল সার্জন ডাঃ আব্দুল মোমেন বলেন, ৯ মাস থেকে শুরু হয়ে ১০ বছরের কম বয়সী কোন শিশু যাতে টীকা থেকে বঞ্চিত না হয় সে জন্য কোন কোন কেন্দ্রে কবে কখন টিকা দেয়া হবে তা মাইকিং এবং স্থানীয় মসজিদে খুদবার সময় জানিয়ে দেয়া হবে।

 

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত