Friday, May 3, 2024

বঙ্গুবন্ধুর ভাষ্কর্য ভাঙ্গার প্রতিবাদে ঝিকরগাছায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

- Advertisement -
আফজাল হোসেন চাঁদ :ঝিকরগাছা উপজেলা আওয়ামী যুবলীগের আয়োজনে বঙ্গুবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এবং জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে ঝিকরগাছা বাজারে বিক্ষোভ মিছিল ও উপজেলা মোড়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিরাব বিকাল ৪টার উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন, যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের জাতীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) অধ্যাপক ডাক্তার মোঃ নাসির উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ও পৌরসভার মেয়র আলহাজ্ব মোস্তফা আনোয়ার পাশা জামাল, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি চৌধুরী রমজান শরীফ বাদশা, যুগ্ম সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম, যশোর জেলা যুবলীগের সহ-সভাপতি আজাহার আলী, উপজেলা যুবলীগ নেতা রফিকুল ইসলাম বাপ্পী, শামীম রেজা, জাফিরুল হক, উপজেলা যুবলীগ নেতা ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, যুবলীগ নেতা একরামুল হক খোকন, আব্দুল জব্বার, এমামুল হাবিব জগলু, আরিফুর রহমান সন্টু, বাঁকড়া ইউপি চেয়ারম্যান নেছার আলী, ঝিকরগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ ইমরানুর রশিদ, নাভারণ ইউনিয়ন আওয়ামীলীগ নেতা হারুন অর রশিদ, উপজেলা ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক এমামুল হাবিব জগলু, উপজেলা ছাত্রলীগের সভাপতি এহসানুল হাবিব শিবলু, সাধারণ সম্পাদক কামাল হোসেন প্রমূখ। অপারদিকে ঝিকরগাছা উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে কুষ্টিয়ায় বঙ্গবন্ধু ভাষ্কর্য  ভাঙচুর ও অবমাননার প্রতিবাদে বাজারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
এছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর আলাম মুকুল, সাধারণ সম্পাদক মুছা মাহমুদ, সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক মাষ্টার এনামুল হক, সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবুল কাশেম, ঝিকরগাছা উপজেলার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল সাত্তার, ডেপুটি কমান্ডার শাহাজান আলী, শিমুলিয়া ইউনিয়নের সাবেক সভাপতি মাষ্টার আব্দুস সাত্তার, গঙ্গানন্দপুর ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি মতিয়ার রহমান, হাজিরবাগ ইউপি চেয়ারম্যান আতাউর রহমান মিন্টু, যুবলীগ নেতা আরশাফুল আলম সহ আরো অনেকে।

 

 

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত