Saturday, December 6, 2025

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হেরে গেলেও মাহমুদউল্লাহর সেঞ্চুরিতে স্বস্তি বাংলাদেশের

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩৮২ রানের পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে ৪৬ ওভার ৪ বলে সবকটি উইকেট হারিয়ে ২৩৩ রানে থেমেছে বাংলাদেশ। তবে মাহমুদউল্লাহ রিয়াদের সেঞ্চুরিতে কিছুটা হলেও স্বস্তি পেয়েছে বাংলাদেশ।

টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩৮২ রান তোলে দক্ষিণ আফ্রিকা। দলের হয়ে সর্বোচ্চ ১৭৪ রান করেছেন কুইন্টন ডি কক। বাংলাদেশের হয়ে ২ উইকেট শিকার করে ইনিংসের সেরা বোলার হাসান মাহমুদ।

জবাবে খেলতে নেমে বাংলাদেশের দুই ওপেনার লিটন দাস ও তানজিদ তামিম দেখে-শুনে শুরু করলেও তামিম, শান্ত ও সাকিব আল হাসানের ব্যর্থতায় দ্রুত বিপাকে পড়ে বাংলাদেশ। আরও ব্যর্থতায় পড়ে মুশফিকুর রহিম।

এরপর নাসুম আহমেদ ও হাসান মাহমুদকে নিয়ে খানিকটা প্রতিরোধ গড়েন মাহমুদউল্লাহ। তবে এই ব্যাটারকে কেউই যোগ্য সঙ্গ দিতে পারেননি। বাকি ব্যাটারদের আসা-যাওয়ার মধ্যেও এক প্রান্ত আগলে রাখেন মাহমুদউল্লাহ। রীতিমতো ধ্বংসস্তূপে দাঁড়িয়ে একাই লড়েন এই মিডল অর্ডার ব্যাটার। ব্যক্তিগত সেঞ্চুরির দেখাও পেয়েছেন তিনি। তিন অঙ্কে পৌঁছাতে তিনি খরচ করেছেন ১১১ বল। শেষ পর্যন্ত তিনি থেমেছেন ১১১ রানে।

মাহমুদউল্লাহর সেঞ্চুরিতে কিছুটা হলেও স্বস্তি পেয়েছে বাংলাদেশ। তবে এই সেঞ্চুরির কোনো মানে হয়নি, কারণ বাংলাদেশ হেরে গেছে। তবে মাহমুদউল্লাহর এই সেঞ্চুরি বাংলাদেশের ক্রিকেটের জন্য একটি ইতিবাচক দিক।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর