Friday, December 5, 2025

বাঘারপাড়ায় হাজী কল্যান পরিষদের কেন্দ্রীয় ও ইউনিয়ন পর্যায়ে কমিটি গঠন

যশোরের বাঘারপাড়া উপজেলার ও উপজেলার ৯টি ইউনিয়ন ১টি পৌরসভা এবং দোহাকুলার ২টি জোন পর্যায়ে হাজী কল্যাণ পরিচালনা পরিষদের ৫ জন উপদেষ্টা সহ ১৭ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি এবং ১৩ সদস্য বিশিষ্ঠ ইউনিয়ন কমিটি গঠন হয়েছে গত ৭ অক্টোবর বাঘারপাড়া উপজেলার দোহাকুলা বাজারের কেন্দ্রীয় জামেমসজিদের বৈঠকে। শুধু কেন্দ্রীয় কমিটি গঠিত হয়েছে দোহাকুলা বাজার জামেমসজিদে বৈঠকে। ইউনিয়ন ও পৌরসভা কমিটি গঠন করা হয়েছে স্ব স্ব ইউনিয়নে যেয়ে। কেন্দ্রীয় কমিটির হাজী কল্যাণ পরিচালনা পরিষদে কাকে কোন পদ ও পদবী দেওয়া হলো জানা যাক সম্মানিত উপদেষ্টা হিসাবে আছেন হাজী কল্যাণ পরিষদের সাবেক সভাপতি মৌ. আব্দুল্লাহিল কাফী, মহিরন পৌরসভার মাও.হায়দার আলী, সাবেক উপজেলা চেয়ারম্যান সরদার আবুল হোসেন, মহিরন পৌরসভার বীর মুক্তিযোদ্ধা মো.সোলাইমান হোসেন বিশ্বাস এবং অন্য আরও একজনের নাম অঙ্গাত রয়েছে। সভাপতি রস কাকা নামে খ্যাত, খলশি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক, উপজেলা ম্যারেজ রেজিষ্টার, বহরমপুর জামেমসজিদের খতিব মাও.ফারুক হোসেন, সহসভাপতি হিসেবে মো.ইলিয়াস হোসেন, মো.ছদর উদ্দিন উভই দোহাকুলা পৌরসভা, এবং জামদিয়া ইউনিয়নের ভিটাবল্লা প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আ.মজিদ আনোয়ার। সাধারণ সম্পাদক হিসাবে উপজেলার বাসুয়াড়ি ইউনিয়নের কেসমত মাহমুদপুর গ্রামের কৃতি সন্তান স্বনামধন্য অধ্যাপক মো. রোস্তম আলী, সহসাধারণ সম্পাদক বাঘারপাড়ার ওয়ালটন শোরুমের কর্মকর্তা মো.মাসুদ কবির। সাংগঠনিক সম্পাদক হিসেবে নারকেলবাড়িয়া ইউনিয়নের দৌলতপুরের আ.সাক্কার মোল্লা, সহসাংগঠনিক সম্পাদক দোহাকুলা পশ্চিম জোনের মো. আ.জলিল ঢালী, অর্থসম্পাদক বাঘারপাড়া পৌরসভার তৌহিদুর রহমান তুহিন, প্রচার সম্পাদক বাসুয়াড়ি ইউনিয়নের কেসমত মাহমুদপুরের মো.আফছার উদ্দিন মোল্লা, সহপ্রচার সম্পাদক দোহাকুলা ইউনিয়নের খলশি গ্রামের মো.আ.রহমান তরফদার এবং দপ্তর সম্পাদকের দায়ীত্ব পেয়েছে পৌরসভার দোহাকুলার নেভি আ.মজিদ। এছাড়া প্রত্যেক ইউনিয়ন, পৌরসভা ও দোহাকুলা পশ্চিম ও পূর্ব দুই জোনের সভাপতি ও সাধারন সম্পাদকগন স্ব স্ব ব্যাক্তি পদাধিকার বলে কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহি সদস্য হিসাবে দায়িত্ব পেয়েছে। সর্বশেষ ইউনিয়ন কমিটির নাম আগামীতে পর্যায়ক্রমে প্রকাশি হবে। সরেজমিনে গিয়া জানা গেল এ সংগঠনটি সম্পূর্ণ অরাজনৈতিক এবং নিঃস্বার্থ ভাবে ধর্মীয় ও মানবিক জনকল্যাণমুখী কর্মকান্ডের সংগে জড়িত আছে। আরও জানা গেল আগামী ২৫ নভেম্বর ইং ২০২৩ উপজেলায় হাজী কল্যাণ পরিষদের সকল কর্মকর্তা ও সাধারণ সদস্যদের নিয়ে বছর প্রথম সম্মেলন অনুষ্ঠিত হবে এ তথ্য উপজেলা কার্যনির্বাহি কমিটির নির্ভরযোগ্য সুত্র থেকে প্রাপ্ত।

রাতদিন ডেস্ক/জয়-১১

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর