Wednesday, April 30, 2025

চুয়াডাঙ্গা ডিএসবির পরিদর্শক, যশোরের এস এম জাহিদ ইকবাল সড়ক দুর্ঘটনায় নিহত

চট্টগ্রামের মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ কর্মকর্তা, চুয়াডাঙ্গা ডিএসবির পরিদর্শক,যশোরের রামনগর গ্রামের বাসিন্দা এস এম জাহিদ ইকবাল নিহত হয়েছেন এবং ওই গাড়িতে থাকা চার জন আহত হন। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার ছোট কমলদহ এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত পুলিশ কর্মকর্তা এস এম জাহিদ ইকবাল চুয়াডাঙ্গা জেলা পুলিশের বিশেষ শাখায় পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। তিনি তিনদিনের ছুটিতে স্বপরিবারে সীতাকুন্ডু যাচ্ছিলেন।

হাইওয়ে পুলিশ কুমিরা ফাঁড়ির পরিদর্শক মো. শাহাদাত হোসেন বলেন, ‘জাহিদকে বহনকারী মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারের সঙ্গে ধাক্কা খায়। এতে জাহিদসহ ওই গাড়িতে থাকা চার জন আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক জাহিদকে মৃত ঘোষণা করেন। আহত অন্যদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

চুয়াডাঙ্গার পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, এস এম জাহিদ ইকবাল চুয়াডাঙ্গা ডিএসবিতে পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। তিনি যশোর জেলার সদর থানার রামনগর গ্রামের বাসিন্দা।

রাতদিন ডেস্ক/জয়-০৩

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর