ঝিকরগাছা থানার পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোন এক প্রাতরক অফিসার ইনচার্জ ঝিকরগাছা থানার নাম ভাঙিয়ে মোবাইল ফোনের মাধ্যমে বিভিন্ন রকম ভয় ভীতি দেখাচ্ছে। উক্ত প্রতারকের বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। কেহ উক্ত প্রতারকের মোবাইল ফোনের কথায় বিশ্বাস করে বা ভীত হয়ে টাকা-পয়সা লেনদেন না করার জন্য অনুরোধ জানানো হয়েছে। প্রতারককে জানিয়ে দিন কোন প্রয়োজন হলে নির্দ্বিধায় অফিসার ইনচার্জ এর সাথে সরাসরি দেখা করার সুযোগ আপনাদের আছে। অফিসার ইনচার্জ, ঝিকরগাছা থানার সরকারি মোবাইল নাম্বার ০১৩২০ ১৪৩ ২০৬। এই নাম্বার ব্যতীত অন্য কোন নাম্বার দ্বারা ফোন দিলে বুঝবেন সেটি প্রতারকের নাম্বার।
ডেস্ক রিপোর্ট/জয়-১৩







