Friday, December 5, 2025

যশোরে ইঞ্জিনচালিত অবৈধ রিকশায় অভিযান,মোটর খুলে নেওয়া শুরু

যশোরে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় সিদ্ধান্ত গ্রহণের পরের দিনেই কার্যকর করছে পৌরসভা। সোমবার সকাল ১০ টা থেকে বেলা সাড়ে ১২ টা পর্যন্ত শহরে চলাচল করা ইঞ্জিনচালিত অবৈধ রিকশায় অভিযান চালানো হয়। এ সময় রিকশা থেকে মোটর খুলে নিয়ে তা ধ্বংস করে পৌরসভা ও ট্রাফিক বিভাগ।

প্রথমদিন মোট ৩৮ টি রিকশা থেকে মোটর খুলে নেওয়া হয়েছে বলে অভিযানে থাকা কর্মকর্তারা জানিয়েছেন। এদিন সকালে হাসপাতাল মোড়ে ও সিভিল কোর্ট মোড়ে ১৪ টি রিকশার মোটর খোলা হয়। অভিযানে অংশ নেন পৌরসভার সহকারী প্রকৌশলী বিএম কামাল হোসেন এবং ট্রাফিক ইন্সপেক্টর শুভেন্দু ও মাহফুজুর রহমান।

উল্লেখ্য, রোববার জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় শহর যানজটমুক্ত করতে অবৈধ অটো রিকশা ও ইজিবাইক চলাচল বন্ধের সিদ্ধান্ত হয়।

রাতদিন ডেস্ক/ জয়- ০৬

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর