Friday, December 5, 2025

বাঘারপাড়ায় হিন্দুদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী পালিত

সুমন পারভেজ বাঘারপাড়া,অফিস : বাঘারপাড়ায় শুভ জন্মাষ্টমী শ্রীকৃষ্ণের জন্মতিথি অনুষ্ঠানে, যশোর-৪-আসনের সংসদ সদস্য ও বাঘারপাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি রণজিৎ কুমার রায় বলেন, দ্বাপর যুগের সন্ধিক্ষণে আবির্ভূত হিন্দুধর্মের মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের আজ শুভ জন্মতিথি। এই তিথিতে কংসের কারাগারে বন্দি দেবকী ও বাসুদেবের বেদনাহত ক্রোড়ে জন্ম নিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। আজ হিন্দুদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শুভ জন্মাষ্টমী।

হিন্দু শাস্ত্র অনুযায়ী, আজ থেকে প্রায় সাড়ে ৫ হাজার বছর আগে দ্বাপর যুগে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে অবতার ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছিলেন। পৃথিবী থেকে দুরাচারী দুষ্টদের দমন আর সজ্জনদের রক্ষার জন্যই তাদের মহাবতার এই দিনে পৃথিবীতে আগমন করেছিলেন। পাশবিক শক্তি যখন সত্য, সুন্দর ও পবিত্রতাকে গ্রাস করতে উদ্যত হয়েছিল, তখন সেই অসুন্দরকে দমন করে জাতিকে রক্ষা এবং শুভশক্তিকে প্রতিষ্ঠার জন্য ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটে। পূজা পরিষেদর সভাপিত নিখিল আড্ঢ এর সভাপতিত্বে তিনি আরো বলেন সকল ভেদা ভেদ ভুলে ধর্মীয় সকল উৎসবে এক হয়ে পালন করার স্বাধ আলাদা। এদিনের অনুষ্ঠানে সচিন্দ্রনাথ বিশ্বাসের সঞ্চলনা। বিশেষ অতিথি ছিলেন বাঘারপাড়া পৌর মেয়র কামরুজ্জামান বাচ্চু, উপজেলা নির্বাহী অফিসার হুসনেয়ারা তন্নি, বাঘারপাড়া আওয়ামীলীগ নেতা অধ্যক্ষ আজগর আলী, উপজেলা পূজা পরিষদের সাবেক সাধারণ সম্পাদক প্রণয় সরকার, যশোর জেলা পরিষদের সদস্য সাইফুজ্জামান চৌধরী ভোলা, বাঘারপাড়া থানা ইনচার্জ শাহাদাত হোসেন, ইউপি চেয়ারম্যান বাবলু কুমার সাহা, ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মিন্টু,মুন্সি বাহার উদ্দীন বাহার,আব্দুর রাজ্জাক রাজা,উপজেলা যুব মহিলালীগের নেতৃ রণি ভৌমিক প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চলনা সচিন্দ্রনাথ বিশ্বাস ।

রাতদিন ডেস্ক/ জয়- ০২

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর