কেশবপুর প্রতিনিধিঃ কেশবপুর টু সাতক্ষীরা সড়কের কেশবপুর থানা গেটের সামনে আলম সাধু উল্টে ইঞ্জিনের গরম পানিতে চালকসহ ২জন মারাত্বক দগ্ধ হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে ২সেপ্টেম্বর বেলা তিনটার দিকে মনিরামপুর উপজেলা থেকে কেশবপুরের মজিদপুরে যাওয়ার পথে থানা গেটের সামনে একটি ভ্যানকে সাইট দিতে যেয়ে আলম সাধুটি পাল্টি খেয়ে পড়ে গেলে ইঞ্জিনের গরম পানি শরীরের বিভিন্ন স্থানে লেগে চালক আরিফুল ইসলাম(৩০) ও তার সহকারী ছাব্বির রহমান (২২) মারাত্বক ভাবে দগ্ধ হলে তাদের কে স্থানীয় লোকজন উদ্ধার করে কেশবপুর হাসপাতালে ভর্তি করে ।
রাতদিন ডেস্ক/ জয়- ১৪







