Friday, December 5, 2025

যশোরে রথযাত্রা ও রথের মেলা শুরু

যশোরে উৎসবমুখর পরিবেশে শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব ও রথের মেলার উদ্বোধন করা হয়েছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভক্তবৃন্দ জগন্নাথদেবের সাজানো রথ টেনে পূণ্য কামনা সম্পন্ন করে। শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা হলো হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় বড় উৎসব।
এবার যশোর শহরে বেজপাড়া পূজা মন্দির, নীলগঞ্জ মহাশশ্মান প্রাঙ্গন, বিসিক এম ইউ সি ফুড,রামকৃষ্ণ আশ্রম ও মিশন রথযাত্রা মহোৎসব উদযাপন হয়েছে। এসব রথযাত্রাজুড়ে বসে মেলা। প্রতিটা মন্দির প্রাঙ্গন ছিল ভক্তবৃন্দ ও দার্শনার্থীদের উপচেপড়া ভিড়। সব মিলিয়ে রথযাত্রা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের মানুষের মাঝে ছিল উৎসবের আমেজ। আগামী ২৭ জুন উল্টো রথযাত্রার মধ্য দিয়ে শেষ হবে এ উৎসব। হিন্দু সম্প্রদায়ের বড় ধর্মীয় উৎসব জগন্নাথদেবের রথযাত্রা যশোর সদর উপজেলার নীলগঞ্জ মহাশশ্মান পূজা মন্দির প্রাঙ্গণে ছিল ভক্তদের ভিড়। সকাল থেকে মন্দির প্রাঙ্গণে আসতে থাকে ভক্তরা। তারা জগন্নাথদেবের রথটেনে তার চরণে শ্রদ্ধা নিবেদন করেন। এ মন্দিরে দুপুরে জগন্নাথদেবের রথ টেনে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন যশোরে বিশিষ্ট ব্যবসায়ী ও ঈগল পরিবহনের মালিক পবিত্র কাপুড়িয়া, নীলগঞ্জ মহাশশ্মান কমিটির সভাপতি সুখেন মজুমদার, যশোর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তপন ঘোষ, যুগ্ম সম্পাদক রতন আচার্য্য, প্রচার সম্পাদক প্রশান্ত সরকার, পূজা উদযাপন পরিষদের নেতা মিলু সরকার, শ্যামল ঘোষ, উত্তপাল ঘোষ, অসীম কুমার আচার্য, প্রদীপ কুমার মহন্তসহ শত শত ভক্তরা।
এদিকে যশোর বিসিক থেকে এমইউসি ফুড লিমিটেডের উদ্যোগে রথযাত্রা শুরু হয়ে বেজপাড়া গয়ারাম রোডে বাসুদত্তের বাড়ীতে যেয়ে শেষ হয়।এসময় উপস্থিত ছিলেন এম ইউ সি ফুড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শ্যামল দাশ,জেলা পূজা উদযাপন পরিষদের সভপতি দীপংকর দাশ রতন,সাধারণ সম্পাদক তপন ঘোষ,যুগ্মসম্পাদক রতন আচার্য্য,জনসংখ্য বিষয়ক সম্পাদক উৎপল থোষ,সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাথারণ সম্পাদক রবিন পাল, অন্যদিকে, বেজপাড়া পূজা সমিতি মন্দির প্রাঙ্গনে রথযাত্রা উদ্বোধন করেন, যশোর পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপংকর দাস রতন, সাধারণ সম্পাদক তপন ঘোষ, বেজপাড়া পূজা সমিতি মন্দিরের সভাপতি সুশিল বিশ্বাস, সাধারণ সম্পাদক অচিন্ত ধর, সাংগঠনিক সম্পাদক প্রশান্ত সরকার প্রমুখ।
রাতদিন সংবাদ
আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর