যশোরের মণিরামপুরের নাদড়া গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আব্দুল হালিম (৩৫) নামে এক যুবলীগ নেতা কান হারিয়েছেন। তিনি ওই গ্রামের আব্দুল জলিল সরদারের ছেলে ও ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক।প্রথমে গুরুতর অবস্থায় তাকে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। তিনি বর্তমানে আশঙ্কামুক্ত।আহত আব্দুল হালিম জানান, বুধবার সকাল সাতটার দিকে তিনি নিজ জমিতে কাজের জন্যে প্রতিবেশি শহিদুল ইসলামের জমির ওপর দিয়ে ট্রলি চালিয়ে যান। এতে শহিদুল ইসলামের জমির চাষ করা ঘাস নষ্ট হয়। এসময় শহিদুল ইসলাম ক্ষতিপূরণ দাবি করে আব্দুল হালিমের কাছে। এ নিয়ে তাদের দু’জনের মধ্যে বিরোধ হয়। এক পর্যায়ে শহিদুল ইসলাম হাতে থাকা কাস্তে দিয়ে আব্দুল হালিমের ডান কানে কোপ দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।যমেক হাসপাতালের সার্জারি বিভাগের ডাক্তার মনিরুজ্জামান লর্ড জানান, আব্দুল হালিমের কানের অর্ধেকটা কাটা পড়েছে। তবে, বর্তমানে তিনি আশঙ্কামুক্ত।
রাতদিন নিউজঃ







