রাতদিন ডেস্কঃ দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘু চাপটি সু-স্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি খুব দ্রুত শক্তিশালী হয়ে বুধবার (১০ মে) নাগাদ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। মঙ্গলবার (৯ মে) এমন খবর দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
আগারগাঁও আবহাওয়া অফিসের ঝড় সতর্কীকরণ কেন্দ্রে কর্মরত আবহাওয়াবিদ হাফিজুর রহমান ডেইলি মেসেঞ্জারকে জানান, ৮মে দিনগত রাতে আন্দামান সাগর সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থানকারী লঘুচাপটি আরও তীব্র হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি আরও শক্তিশালী হয়ে বুধবার (৯ মে) নাগাদ নিম্নচাপ, গভীর নিম্নচাপ প্রক্রিয়া শেষ করে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।
এমএইচ-০৪







