Friday, December 5, 2025

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মন্থা’

দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও এর আশেপাশের এলাকায় একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় এটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে প্রায় ১,৩৩০ কিলোমিটার দক্ষিণে, কক্সবাজার থেকে ১,২৫৫ কিলোমিটার, মোংলা থেকে ১,৩০৫ কিলোমিটার এবং পায়রা থেকে ১,২৬৫ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

রবিবার (২৬ অক্টোবর) সকালে অধিদপ্তর জানায়, নিম্নচাপটি আরও ঘণীভূত হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এ কারণে দেশের সব সমুদ্রবন্দরকে এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হলে এর নাম হবে ‘মন্থা’। থাইল্যান্ড এই নামটি দিয়েছে, যার অর্থ ‘সুবাসিত ফুল’ বা ‘সুন্দর ফুল’।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানিয়েছেন, ২৭ অক্টোবর সকালেই এটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পর এর গতিপথ স্পষ্টভাবে জানা যাবে, তবে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, এটি ২৮ বা ২৯ অক্টোবর ভারতের অন্ধ্র উপকূল অতিক্রম করতে পারে।

নিম্নচাপের প্রভাবে আজ সারা দেশে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে চট্টগ্রাম বিভাগের দু’একটি স্থানে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আগামীকাল খুলনা, রাজশাহী, ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের অধিকাংশ জায়গায় এবং সিলেট ও চট্টগ্রাম বিভাগের অনেক স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে।
সে সময় তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে।

আবহাওয়াবিদ নাজমুল হক বলেন, মন্থা সিভিয়ার সাইক্লোনে পরিণত হতে পারে। এর প্রভাবে ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত বাংলাদেশে বৃষ্টি হবে।

অনলাইন ডেস্ক

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর