রাতদিন ডেস্কঃ এপ্রিলে সড়কে ২ হাজার ৫০৬টি দুর্ঘটনায় নিহত হয়েছেন ৪৫১ জন। এছাড়া এসব ঘটনায় আহত হয়েছেন ২ হাজার ৫২৭ জন।
আজ রোববার সেভ দ্য রোড এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ২২টি জাতীয় দৈনিক, ২০টি টিভি-চ্যানেল, আঞ্চলিক ও স্থানীয় ৮৮টি নিউজ পোর্টাল, স্থানীয় প্রত্যক্ষদর্শী ও সেভ দ্য রোডের স্বেচ্ছাসেবকদের দেওয়া তথ্যানুসারে এই প্রতিবেদন তৈরি করেছে সেভ দ্য রোড।
প্রতিবেদনে বলা হয়, এবার ঈদের ছুটির দিনগুলোতে পদ্মা সেতুসহ সড়ক-মহাসড়কে মোটর বাইক দুর্ঘটনা গত মার্চ মাসের চেয়ে ৫৫ দশমিক ৫৩ শতাংশ কম ছিল। আহত-নিহতের ঘটনাও ছিল অর্ধেকের চেয়ে কম।
সেভ দ্য রোডের প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালের ১ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত ৪৩১টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন ৩৪ জন ও আহত হয়েছেন ৪৩৫ জন, ৬৪৫টি ট্রাক দুর্ঘটনায় নিহত হয়েছেন ৪৩ জন ও আহত হয়েছেন ৩৬৮ জন।
বিশ্রাম না নিয়ে টানা ১২ থেকে ২০ ঘণ্টা বাহন চালানোসহ বিভিন্ন নিয়ম না মানায় ৮০৮টি বাস দুর্ঘটনায় নিহত হয়েছেন ২৮২ জন ও আহত হয়েছেন ৯৪৩।
দায়িত্বে অবহেলা, স্থানীয় পুলিশ-প্রশাসনের দুর্নীতিসহ বিভিন্নভাবে সড়ক-মহাসড়কে অবৈধ বাহন নসিমন-করিমন এবং অন্যান্য ৩ চাকার বিভিন্ন ধরনের বাহনে ৬২২টি দুর্ঘটনায় নিহত হয়েছেন ৮৯ জন ও আহত হয়েছেন ৭৮১ জন।
এমএইচ-১০







