Friday, December 5, 2025

যশোরে তীব্র তাপদাহের পর স্বস্তির বৃষ্টি

তীব্র তাপদাহের পর স্বস্তির বৃষ্টি হয়েছে যশোরে। গত কয়েক দিনের প্রচণ্ড তাপদাহের পর এ বৃষ্টি যেন আশীর্বাদ হয়ে এসেছে।

সোমবার (২৪ এপ্রিল) সকাল থেকে আকাশ মেঘের দখলে ছিল পরে বিকালে শুরু হয় স্বস্তির বৃষ্টি।
আবহাওয়া অফিস জানায়, যশোর ও খুলনার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এটি অব্যাহত থাকতে পারে। দিন ও রাতের তাপমাত্রা আরো কিছুটা বাড়ার কথা থাকলেও বৃষ্টির কারণে তা কমতে পারে বলে জানানো হয়েছে।
শেষ পর্যন্ত যশোরে প্রত্যাশিত এ বৃষ্টির দেখা মিললেও সাথে ছিলো হালকা কালবৈশাখী। জেলার বিভিন্ন এলাকায় থেমে থেমে হালকা বৃষ্টি হয়। কয়েকদিন রোদ-গরমের পর এই বৃষ্টি স্বস্তি বয়ে এনেছে।
রাতদিন সংবাদ/আর কে-০২

 

 

 

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর