Friday, December 5, 2025

পবিত্র শবেকদর পালিত

সারা রাত জেগে পবিত্র কোরআন তিলাওয়াত ও ইবাদত-বন্দেগির মাধ্যমে পালিত হয়েছে হাজার মাসের চেয়ে উত্তম ও পবিত্র কোরআন নাজিলের মহিমান্বিত রাত শবেকদর। গতকাল পবিত্র লাইলাতুল কদরের এই রাতে তারাবি নামাজে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ রাজধানীর প্রতিটি মসজিদে ছিল মুসল্লিদের উপচেপড়া ভিড়। একইভাবে যশোরের কারবালা মসজিদসহ বিভিন্ন মসজিদে ছিল মুসল্লিদের ব্যাপক উপস্থিতি।

গত রাতে একযোগ দেশের সব মসজিদে তারাবি নামাজে পবিত্র কোরআনের ৩০ পারার খতম হয়েছে।এ জন্য আল্লাহর দরবারে কৃতজ্ঞতা জানানো হয়।

এরপর আল্লাহর প্রিয় হাবিব, নবী ও রসুল মুহাম্মদ (সা.)-এর শানে দুরুদ ও সালাম পেশ করে মহান রব্বুল আলামিনের দরবারে দুনিয়ার জীবনে অবারিত রহমত ও বরকত প্রার্থনা করা হয়। পাশাপাশি আখিরাতে জাহান্নামের আগুনের শাস্তি থেকে মুক্তির আশায় সমবেত মুসল্লিরা কান্নাকাটি করেন। এ সময় মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি এবং দেশবাসীর উন্নতি ও সমৃদ্ধির জন্যও দোয়া করা হয়।

মহিমান্বিত এই রাতের বরকত হাসিলের জন্য ধর্মপ্রাণ মুসল্লিরা ঘরে ঘরে নফল ইবাদত, কোরআন তিলাওয়াত ও জিকির-আজকারের মধ্য দিয়ে মহান আল্লাহর দরবারে নিজেদের গুনাহ মাফের জন্য দোয়া করে সারা রাত বিনিদ্র অতিবাহিত করেন।

অনলাইন ডেস্ক

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর