নিজস্ব প্রতিবেদকঃ এ টিম ফর হিউম্যান ডেভেলপমেন্ট বাংলাদেশ (টিএইচডি) এর সৌজন্য রমজান উপলক্ষে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ এপ্রিল) সকালে যশোর সাসদরের ইছালী মডেল কলেজে দিনব্যাপী এই কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
এটিম ফর হিউম্যান ডেভেলপমেন্ট বাংলাদেশের কো-অর্ডিনেটর (প্রোগ্রাম) সাংবাদিক, মাসুম বিল্লার সঞ্চালনে ও সাবেক ব্যাংক কর্মকর্তা সমাজসেবক মোশারফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন সদর উপজেলা আ.লীগের সদস্য ও ব্যবসায়ী আমিনুর রহমান মিঠু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেতাবপ্রাপ্ত জাতীয় বীর নুরুল হক বিক্রম, ইছালী ইউনিয়ান যুব মহিলা লীগের সভাপতি ও ১,২,৩ সংরক্ষিত মহিলা আসনের ইউপি সদস্য শাহনাজ পারভিন শিলা, সহকারি প্রধান শিক্ষক মোঃ ফজলুর রহমান, শিক্ষক মো: শাহিন, মুস্তাক আহমেদ মিন্টু, প্রভাষক হুমায়ুন কবীর, স্বাস্থ্যকর্মী সোহেল রানা।
কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার বিচারক হিসাবে উপস্থিত ছিলেন, হাফেজ মো. আরহামান, হাফেজ মো: আব্দুল্লাহ, হাফেজ মাওলানা ফাহিম আহমেদ।
এ টিম ফর হিউম্যান ডেভেলপমেন্ট বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আনোয়ার নাহিদ সিদ্দিকি এক বিজ্ঞপ্তিতে জানান, প্রতিবছর এ রকম আয়োজন করা হবে। এবং আসছে বছরগুলিতে আরো বড় পরিসরে। বড় ধরনের প্রাইজয়ে এই উদ্যোগ নেয়া হবে। এবারের প্রতিযোগিতায় ৪৫ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।
প্রথম স্থান অধিকার করেছেন ইছালী রশিদিয়া হাফিজিয়া মাদ্রাসার ছাত্র মোঃ আব্দুল্লাহ তার প্রাপ্ত নম্বর ৫০ এর ভিতর ৪৩, দ্বিতীয় স্থান অধিকার করেছেন একই মাদ্রাসার তাসাব্বুর হোসেন তার প্রাপ্ত নাম্বার ৫০ এর ভিতর ৪২, এবং এনায়েতপুর দারুল উলুম মাদ্রাসার জুবায়ের রহমান তার প্রাপ্ত নম্বর ৫০ এর ভেতরে ৪১, পুরস্কার হিসেবে সনদ ও প্রাইজবন্ড দেওয়া হয়।
অতিথিরা এ সংগঠনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে এবং সরকারের ইসলাম প্রচার বিষয়ক নানা দিক তুলে ধরেন।
আর কে-০৭







