Saturday, December 6, 2025

নিয়োগ পরীক্ষার তারিখ ঘোষণা করল বন অধিদপ্তর

বন অধিদপ্তরের ষষ্ঠ গ্রেডের কম্পিউটার প্রোগ্রামার পদের প্রার্থীদের নিয়োগ পরীক্ষার (মৌখিক) সময়সূচি প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কম্পিউটার প্রোগ্রামার পদের প্রার্থীদের মৌখিক পরীক্ষা আগামী ১৬ মে অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে পিএসসির প্রধান কার্যালয়ে পরীক্ষা শুরু হবে।

মৌখিক পরীক্ষার জন্য প্রার্থীদের কমিশন থেকে আলাদা প্রবেশপত্র পাঠানো হবে না।

তবে প্রবেশপত্র হারিয়ে গেলে বা নষ্ট হলে কমিশনের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে। প্রবেশপত্র ছাড়া কোনো প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না।

উল্লেখ্য প্রার্থীদের কোভিড-১৯- সংক্রান্ত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং অবশ্যই মাস্ক পরে আসতে হবে।

অনলাইন ডেস্ক

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর