Friday, December 5, 2025

বৃহস্পতি থেকে শনিবার দেশে হতে পারে ভয়াবহ কালবৈশাখী ঝড়

রাতদিন ডেস্কঃ বৃহস্পতি থেকে শনিবার পর্যন্ত দেশব্যাপী শক্তিশালী কালবৈশাখী ঝড় ও একই সঙ্গে তীব্র বজ্রপাত ও শিলাবৃষ্টিও হতে পারে বলে জানিয়েছে সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ুবিষয়ক পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলাশ। মঙ্গলবার ফেসবুকে এক পোস্টে এ তথ্য প্রকাশ করেন তিনি।

পোস্টে তিনি লিখেছেন, পুরো বাংলাদেশের ওপর দিয়ে ৩১ মার্চ এ মৌসুমের সবচেয়ে শক্তিশালী কালবৈশাখী, ব্যাপক পরিমাণ শিলাবৃষ্টি ও বজ্রপাতের অতিক্রম করার সম্ভাবনা ১০০ শতাংশ। ফলে এ দিন বজ্রপাতের কারণে অনেক মানুষের মৃত্যুর আশঙ্কা রয়েছে।

এদিন যদিও বাংলাদেশের গত দশকে টর্নেডোর সংখ্যা উল্লেখযোগ্য হারে কমে গেছে, তবুও দেশের পশ্চিমাঞ্চলের অনেক জেলায় টর্নেডোর আশঙ্কা রয়েছে।

ঝড় ভারতের পশ্চিমবঙ্গ থেকে খুলনা ও রাজশাহী বিভাগের সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের আশঙ্কা বেশি উল্লেখ করে তিনি লেখেন, সবচেয়ে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া, মাগুরা, রাজবাড়ি, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, সিরাজগঞ্জ, পাবনা, মানিকগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর ও মুন্সীগঞ্জ।

এ আবহাওয়াবিদ আরো লেখেন, ৩০ মার্চ ও ১ এপ্রিল রাজশাহী, খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের ওপর দিয়ে শক্তিশালী কালবৈশাখী, ব্যাপক পরিমাণ শিলাবৃষ্টি ও বজ্রপাতের অতিক্রম করার আশঙ্কা রয়েছে।

এছাড়া ১ এপ্রিল খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোতে সবচেয়ে বেশি ঝড় হওয়ার আশঙ্কা রয়েছে বলেও তিনি জানিয়েছেন।

এমএইচ-০৮

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর