মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের ক সার্কেলের সদস্যরা সাতশ’ গ্রাম গাঁজাসহ দু’জন নারী মাদক বিক্রেতাকে আটক করেছেন। এরা হচ্ছে, যশোর শহরের রেলগেট পশ্চিমাংশ চাঁচড়া ওয়ার্ড নং ৫ শহিদুল ইসলামের স্ত্রী জোসনা বেগম ও একই এলাকার আবুল হোসেনের স্ত্রী রিজিয়া বেগম তাকিয়া। এ ঘটনায় মাদক আইনে দু’টি মামলা হয়েছে।মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সদস্যরা ১৮ অক্টোবর সকাল সাড়ে ১০ টায় রিজিয়া বেগম তাকিয়ার বাড়িতে অভিযান চালান। তার ঘরের খাটের তোষকের নিচ হতে ৩শ’ গ্রাম গাঁজা উদ্ধার করে। অপরদিকে, মাদকদ্রব্যর আরেকটি টিম এদিন সকাল সাড়ে ৯ টায় চাঁচড়া রেলগেট পশ্চিমাংশ এলাকার জোসনা বেগমের বাড়িতে অভিযান চালিয়ে ৪শ’ গ্রাম গাঁজা উদ্ধার করেন। তাদেরকে কোতোয়ালি মডেল থানায় সোপর্দ করে মামলা করেন।
রাতদিন নিউজঃ







