গতকাল শুক্রবার ১৬ অক্টোবর রাতে যশোর শহরের হাটখোলা রোডের পাশে মাড়ুয়া মন্দির। এই মন্দিরের পাশে অবস্থি পতিতাপল্লী রাত ১০ টায় গোপন খবর পাওয়া যায়, পতিতাপল্লীর ৩নং গলির ঝর্নার ঘরে একজন খরিদ্দার জাল টাকা নিয়ে অবস্থান করছে।ওইদিন ওই সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘরে থাকা খরিদ্দার অপূর্ব বিশ্বাস ওরফে নয়ন পালানোর চেষ্টা করে। ধাওয়া করে তাকে আটক করা হয়। তার পিঠে ঝুলানো ব্যাগের মধ্যে থাকা ৮০ পিস ১ হাজার টাকার জাল নোট ও তার ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করে। পরে তাকে কোতোয়ালি মডেল থানায় সোপর্দ করে স্পেশাল পাওয়ার অ্যাক্ট ১৯৭৪ এর ২৫ এ (বি) আইনে মামলা করা হয় ।যশোর সদর পুলিশ ফাঁড়ির এস আই কাইয়ূম মুন্সী জানিয়েছেন, ।মামলায় গভীর রাতে রেকর্ড হওয়ার পর সদর পুলিশ ফাঁড়ির এসআই শরিফুল ইসলাম তদন্তের দায়িত্ব পাওয়ার পর ১৭ অক্টোবর অপূর্ব বিশ্বাস কে আদালদে সোপর্দ করে। এছাড়া তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন জানানো হয়েছে।
রাতদিন নিউজঃ







