Friday, December 5, 2025

মণিরামপুরে ১৭টি ইউনিয়ন ও একটি পৌর সভায় বিট পুলিশিং কার্যক্রম উদ্বোধন

অপরাধ প্রতিরোধে জনগণের সম্পৃক্ততা বাড়াতে বিট পুলিশিং কার্যক্রম শুরু হয়েছে সারা দেশে ।যশোরের মণিরামপুরে ১৭টি ইউনিয়ন ও একটি পৌর সভায় শনিবার পৃর্থক ভাবে বিট পুলিশিং কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।মণিরামপুর পৌরসভাসহ মনোহরপুর, নেহালপুর, কুলটিয়া, দূর্বাডাঙ্গা, খানপুর, শ্যামকুড়, চালুয়াহাটি, মশ্বিমনগর, ঝাঁপা, হরিহরনগর, খেদাপাড়া, মণিরামপুর সদর, হরিদাসকাটি, ঢাকুরিয়া, ভোজগাতি, কাশিমনগর ও রোহিতা ইউনিয়নে এ কার্যক্রম পালিত হয়।বিট পুলিশিং এসব কার্যক্রমনের উদ্বোধনী ও মতবিনিময় সভায় সংশ্লিষ্ট মেয়র, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, রাজনৈতিক নেতা, পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।বক্তব্য দেন মণিরামপুর থানায় ওসি (সার্বিক) রফিকুল ইসলাম, চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, মাষ্টার মশিয়ূর রহমান ও গাজী মাযাহারুল আনোয়ার।

রাতদিন নিউজঃ

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর