করোনা ভাইরাসে আক্রান্ত স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী ও যশোর- ৫ মনিরামপুর আসনের সংসদ সদস্য স্বপন ভট্টাচার্য্য ও তার পরিবার । বর্তমানে তিনি ও তাঁর সহধর্মিনী তন্দ্রা ভট্টাচার্য ঢাকা সিএমএইচ হসপিটালে থেকে চিকিৎসা নিচ্ছেন। ঝাঁপা ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি জসিম উদ্দিন ও ঝাঁপা আলিম মাদ্রাসা জামে মসজিদ কমিটির উদ্যোগে প্রতিমন্ত্রীর সুস্থতা কামনায় শুক্রবার জুমার নামাজের পর দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগ ও তার অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ মিলাদে অংশ নেন। মসজিদের খতিব মাওলানা আতাউর রহমান দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। মোনাজাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ূ কামনা ও প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য ও তার পরিবারের রোগমুক্তি চেয়ে মহান আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করা হয়। পরে সবার মাঝে খাবার বিতরণ করা হয়।
মনিরামপুর প্রতিনিধি







