Saturday, December 6, 2025

কালীগঞ্জ শ্রমিক লীগের সম্মেলন : সভাপতি খলিলুর রহমান সম্পাদক গোলাম রসুল

মোঃ হাবিব ওসমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা ও পৌর জাতীয় শ্রমিক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে কালীগঞ্জ উপজেলা শ্রমিকলীগের সভাপতি পদে মো. খলিলুর রহমান, সাধারন সম্পাদক পদে গোলাম রসুল ও আনিচুর রহমান এবং ফরিদুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে কমিটি ঘোষনা করা হয়েছে।
একই সভায় মো. জাাকির হোসেনকে সভাপতি ও মন্টু আহাম্মেদ মটুককে সাধারন সম্পাদক ঘোষনা করে কালীগঞ্জ পৌর শ্রমিকলীগের কমিটি ঘোষনা করা হয়। সোমবার বিকালে কালীগঞ্জ পৌর অডিটরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে কালীগঞ্জ উপজেলা শ্রমিক লীগের সহ-সভাপতি রজব আলী মন্টুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার।
এর আগে সম্মেলনের উদ্বোধন করেন ঝিনাইদহ জেলা শ্রমিক লীগের সভাপতি আক্কাচ আলী। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে বক্তৃতা করেন ঝিনাইদহ জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক একরামুল হক লিকু।
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ এসএম জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু, কালীগঞ্জ পৌর মেয়র আশরাফুল আলম আশরাফ, উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী, মোবারকগঞ্জ চিনিকল শ্রমিক ইউনিয়নের সভাপতি গোলাম রসুল, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক জাহাঙ্গীর হোসেন সোহেল, ইউনিয়ন চেয়ারম্যান মহিদুল ইসলাম মন্টু, আবুল কালাম আজাদ, আলী হোসেন অপু, আলাউদ্দীন আল আজাদ, নাছির চৌধুরী, রাজু আহমেদ রনি, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ পারভীন, উপজেলা কৃষক লীগের সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সম্পাদকসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
আর কে-০৯
আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর