আজ বৃহস্পতিবার রাতে যশোরে মনিরামপুর উপজেলার পল্লীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে দুই যুবক খুন হয়েছে। জেলার মণিরামপুর উপজেলার ঢাকুরিয়া ইউনিয়নের উত্তরপাড়া বারপাড়া গ্রামের মাঠের মধ্যে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন, সদর উপজেলার জয়ন্তা গ্রামের আকতার হোসেনের ছেলে বাদল হোসেন (২৪) ও লোকমান হোসেনের ছেলে আহাদ আলী (২৫)।
স্থানীয় সূত্রে জানা গেছে, আহাদ আলী এবং বাদল হোসেন ডিস লাইনের কাজ করেন। বৃহস্পতিবার সন্ধ্যা রাতে দিকে মোটরসাইকেল যোগে সদর উপজেলার বলরামপুর গ্রামের দক্ষিণপাড়ার নিউ সোনা ব্রিক্সের সামনে দিয়ে যাচ্ছিলেন। মণিরামপুরের ঢাকুরিয়া ইউনিয়নের উত্তরপাড়া বারপাড়া গ্রামের মাঠের মধ্যে পৌছানো মাত্র অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাদের গতিরোধ করে। এসময়
নিহত দুইজন
এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক আহত করলে ঘটনাস্থলেই তারা মারা যায় । এরপর তাদের ওই মাঠের মধ্যে ফেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে পথচারিরা স্থানীয় লোকজনদের জানায়। খবর পেয়ে পুলিশ সেখানে যায়। এছাড়া বসুন্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াজুল ইসলাম খাঁন রাসেল ও নরেন্দ্রপুর ইউনিয়নের চেয়ারম্যান মোদাচ্ছের আলী ঘটনাস্থলে ছুটে যান। এরিপোর্ট লেখা পর্যন্ত এই ঘটনায় কাউকে আটক করা বা কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা সনাক্ত করা যায়নি।
ঘটনাস্থলে থাকা বসুন্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াজুল ইসলাম খাঁন রাসেল বলেছেন, কে বা কারা জঘন্য এই হত্যাকান্ড ঘটিয়েছে বিষয়টি প্রশাসনের লোকজন খতিয়ে দেখছে। এব্যাপারে কোতোয়ালি মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) শেখ তাসমিম আলম বলেছেন, ঘটনাটি মণিরামপুর থানাধীন ঢাকুরিয়া ইউনিয়নের উত্তরপাড়া বারপাড়া মাঠের মধ্যে ঘটেছে। সেখানে পুলিশের একাধিক টিম আছে অপরাধীদের সনাক্ত ও আটকের চেষ্টা অব্যহত রয়েছে।