Friday, December 5, 2025

যশোর হামিদ পুরে গৃহবধুর শ্লীলতাহানী,অভিযোগ নিতে পুলিশের অনীহা

১২ অক্টোবর রাতে যশোর সদর উপজেলার হামিদপুর মধ্যপাড়ার ভ্যান চালক রবিউল ইসলমের স্ত্রী রুপা খাতুন (২৫) থানায় অভিযোগ করেন একই গ্রামের প্রতিবেশি খোকন মোল্লার ছেলে টনি তার স্বামীর অবর্তমানে কু প্রস্তাব দেয়াসহ উত্যক্ত শুরু করে আসছিল। তার প্রস্তাবে রাজি না হওয়ায় টনি নানা ষড়যন্ত্র শুরু করার এক পর্যায়ে ১২ অক্টোবর স্বামী রবিউল ও শাশুড়ি বাড়িতে না থাকার সুযোগ নিয়ে টনি চড়াও হয় রুপার উপর। সে ঘরে ঢুকে শ্লীলতাহানি ঘটায়। টনির ভাই বনি মারপিট করে রুপাকে। এরপর তারা দু’ভাই ঘটনা চেপে যাওয়ার কথা বলে হত্যার হুমকি দিয়ে যায়। এ ব্যাপারে থানায় অভিযোগ করা হলে তদন্ত শুরু করেন কোতোয়ালি থানার এসআই ফজলুর রহমান।এদিকে হুমকি উপেক্ষা করে থানায় অভিযোগ করায় ওই দিন মধ্যরাতে ভুক্তভোগীর বাড়ি চড়াও হয় টনি-বনি চক্রের রাজু, মুন্না, কবীর ও সরোয়ার।ভুক্তভোগীর পক্ষে পুলিশ অবস্থান নেয়ায় দুষ্টুচক্রটি এখন বেশামাল হয়ে দৌড়ঝাঁপ শুরু করেছেন। এছাড়া স্থানীয় ফাঁড়ি ইনচার্জ মঈনুল ইসলাম ও এক মেম্বার অভিযুক্ত পক্ষ নিয়ে লোক মাধ্যমে রুপা খাতুনকে থামতে বলেন।এসআই মঈনুল ওই গ্রামের মানিককে ফোন করে অভিযোগ তুলে নেয়ার ব্যবস্থা করতে বলেন। এ বিষয় টি  পুলিশের উপর মহলের নজরে পড়ে। ওইদিনই অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুজ্জমান ফাঁড়ি ইনচার্জ মঈনুল ইসলামকে ভিকটিমের বাড়িতে পাঠান। আর থানায় আসতে আহবান জানান। এছাড়া মামলা রের্কড করা ও আসামি আটকের ব্যাপারে আশস্ত করেন। থানায় অফিসার ইনচার্জ ভিকাটিমের সাথে কথা বলেন এবং সর্বশেষ মামলটি রের্কড ভুক্ত করার প্রক্রিয়া চলছিল রিপোর্ট টি লেখা পর্যন্ত।

রাতদিন নিউজঃ

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর