Friday, December 5, 2025

বৈশ্বয়িক হাতধোয়া দিবস

বিশ্ব হাতধোয়া দিবস বিশ্ব ব্যাপী জনসচেতনতা তৈরী ও উদ্বুদ্ধ করনের জন্য চালানো একটি প্রচারণামূলক দিবস। প্রতি বছর ১৫ অক্টোবর তারিখে বিশ্ব ব্যাপী এটি পালিত হয়ে থাকে। জনসাধারণের মধ্যে সাবান দিয়ে হাত ধোয়ার মাধ্যমে রোগের বিস্তার রোধ করার বিষয়ে সচেতনতা তৈরী করার উদ্দেশ্যে এই দিবসটি পালিত হয়ে থাকে।যশোরের শার্শায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে উন্নত স্যানিটেশন নিশ্চিত করি, করোনা ভাইরাস মুক্ত জীবন গড়ি-সকলের হাত পরিচ্ছন্ন থাক স্লোগানকে সামনে রেখে উপজেলা প্রাশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু। তিনি বলেন, শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত প্রত্যেককে স্বাস্থ্যসম্মত উপায়ে সাবান দিয়ে হাত ধুতে হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা পূলক কুমার মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যাদের মধ্যে বক্তৃতা করেন ইউপি চেয়ারম্যান বজলুর রহমান, আইনাল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লাল্টু মিয়া। অনুষ্ঠানটি পরিচালনা করেন গোলাম শরীফ।

রাতদিন নিউজ

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর