মোঃ হাবিব ওসমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহে শুরু হয়েছে দুইদিন ব্যাপী জেলা সাহিত্য মেলা। সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয় ও বাংলা একাডেমীর সহযোগিতায় ঝিনাইদহ জেলা প্রশাসনের আয়োজনে বুধবার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন সংসদ সদস্য আব্দুল হাই।
শুরুতেই একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে শিল্পকলা একাডেমী চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
এতে সংসদ সদস্য আব্দুল হাই, খালেদা খানম, সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের যুগ্ম-সচিব নাফরিজা শ্যামা, জেলা প্রশাসক মনিরা বেগমসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
আলোচনা সভা শেষে কবি-সাহিত্যিকদের সম্মননা প্রদাণ করা হয়। পরে পরিবেশিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। বৃহস্পতিবার শেষ হবে দুইদিন ব্যাপী এ মেলা।
আর কে-০৫







