মাহফুজুল ইসলাম মন্নু , লোহাগড়া প্রতিনিধি: নড়াইলের লোহাগড়ায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তি করার অভিযোগে লোহাগড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মো: তারিকুল ইসলামকে (৪২) গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (৮ আগষ্ট) উপজেলার শালনগর ইউনিয়নের পার-শালনগর গ্রামের নিজ বাড়ি থেকে পুলিশ স্বেচ্ছাসেবক দলের নেতা ও পার-শালনগর গ্রামের মৃত মান্নান কাজী ছেলে তরিকুল কাজীকে গ্রেফতার করে।
এ ঘটনায় নড়াইল সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি আকাশ ঘোষ রাহুল বাদী হয়ে সোমবার সন্ধ্যায় লোহাগড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক তরিকুল কাজীকে আসামী করে লোহাগড়া থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন। মামলার এজাহারে বলা হয়, জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির বিষয়ে অভিযুক্ত তারিকুল কাজী তার পরিচালনাধীন ফেসবুক আইডি থেকে গত রবিবার (৭ আগষ্ট) সকালে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে কুরুচিপূর্ণ একটি পোষ্ট দেয় এবং তা শেয়ার করে। পোষ্টের পর পরই পোষ্টটি ভাইরাল হয়।
এ ব্যাপারে লোহাগড়া থানার ওসি শেখ আবু হেনা মিলন জানান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ পোস্ট দেওয়ার অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। এ ঘটনায় মো. তারিকুল ইসলাম নামে ব্যক্তির বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে। আমরা তাকে গ্রেপ্তার করেছি।







