Friday, December 5, 2025

এবার সিটি প্লাজার চেয়ারম্যান ইয়াকুব আলীকে নিয়ে ফেসবুকে সমালোচনা করলেন সেই কবীর

আনোয়ারুল কবীর । তিনি নিজেকে বাংলাদেশ তাঁতী লীগের কার্যনির্বাহী সদস্য ও মুক্তিযুদ্ধ প্রজন্ম কেন্দ্রীয় সংসদের সদস্য বলে দাবি করেন। অনেকের কাছে তিনি এক আতঙ্কের নাম! যাকে তাকে নিযে তিনি নিজের ফেসবুককে নানা ধরনের সমালোচনামুলক মন্তব্য করে আলোচনায় উঠে এসেছেন তিনি। তার হাত থেকে বাদ যায়নি যশোরের রাজনৈতিক নেতা থেকে শুরু করে সাংবাদিক, সামাজিক ব্যক্তিত্ব কিংবা প্রভাবশালীরাও। যদিও এসবের কারণে তাকে মামলার মুখোমুখি হতে হয়েছে। তার পরেও ক্ষ্যান্ত দেননি তিনি। এবার তিনি যশোরের পরিচিত মুখ সিটি প্লাজার চেয়ারম্যান, কেন্দ্রীয় আওয়ামলীগ নেতা ও ক্রীড়া সংগঠক  ইয়াকুব আলীকে নিয়ে ফেসবুকে সমালোচনা করেছেন। একই সাথে ইয়াকুব আলীর উত্থান ও বর্তমান অবস্থার পেছনের ইতিহাস ও উৎস নিয়েও প্রশ্নবিদ্ধ করেছেন। যা নিয়ে ফেসবুক মহলে চলছে নানা আলোচনা সমালোচনা। পক্ষে-বিপক্ষে যে যার মত যুক্তি উপস্থাপন করছেন। পোষ্টের মন্তব্যর ঘরে চলছে দুইজনকে নিয়েই কাঁদা ছুড়াছুড়ি।

আনোয়ারুল কবীরের নিজ ফেসবুকে দেয়া পোষ্টটি নিচে হুবহু তুলে ধরা হলো:

এদিকে, আনোয়ারুল কবীরের দেয়া ফেসবুকের পোস্টটি মূহুর্তেই ভাইরাল হয়ে যায়। এতে করে সাধারণ মানুষের মাঝে বিভান্তি সৃষ্টি হয়েছে। অনেকেই দানবীর খ্যাত ইয়াকুবের এ চারিত্রিক বৈশিষ্ট মেনে নিতে পারছেন না। কেউ কেউ ইয়াকুব আলীর রাজনৈতিক পরিচয় ও টাকার উৎস নিয়ে সংশয় প্রকাশ করেছেন। আবার কেউ কেউ পোস্টের নিচে মন্তব্য করছেন জোড়ালো ভাবে বিষয়টির তদন্ত করা হউক।

এ বিষয়ে সিটি প্লাজার চেয়ারম্যান ইয়াকুব আলী বলেন, আনোয়ারুল কবীর যা লিখেছেন তা মনগড়া, মিথ্যা ও বানোয়াট । আমি কি , আর আমার টাকার উৎস কোথায় তা সবাই জানে। আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে এ ধরণের পোষ্ট করেছেন।  তিনি আরও বলেন, বিষয়টি নিয়ে তিনি আইনি পদক্ষেপ গ্রহন করেছেন। এ বিষয়ে আদালতই সিদ্ধান্ত নেবেন।

এ বিষয়ে আনোয়ারুল কবীরের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি। তবে, তার ফেসবুক পোষ্টে প্রমাণ হিসেবে এসব বিষয়ে কয়েকটি নথি ( থানায় দেয়া অভিযোগ ও সাধারণ ডায়েরি) নিজের ফেসবুকেই পোষ্ট করেছেন ।

উল্লেখ্য, সম্প্রতি আনোয়ারুল কবীর জেলা ছাত্রলীগের সাবেক এক নেত্রীকে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেন। এ বিষয় নিয়ে ওই নেত্রী আইসিটি আইনে আনোয়ারুল কবীরসহ দুইজনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেন। যা এখনো তদন্তধীন।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর