Friday, December 5, 2025

কেশবপুরে উপজেলা ও পৌর কৃষকলীগের বর্ধিত সভায় অনুষ্ঠিত

কেশবপুর প্রতিনিধিঃকেশবপুরে উৎসবমুখর পরিবেশে উপজেলা ও পৌর কৃষক লীগের বর্ধিত সভায় অনুষ্ঠিত হযেছে। ২৪ সেপ্টেম্বর সকালে শহরের আবু শরাফ সাদেক অডিটোরিয়ামে উপজেলা কৃষক লীগের সভাপতি সৈয়দ নাহিদ হাসানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রমেশ চন্দ্র দত্তের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়।প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষক লীগের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক কেন্দ্রীয় কমিটির দপ্তর স¤পাদক নাজমুল ইসলাম পানু। প্রধান বক্তা ছিলেন কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন। বিশেষ অতিথির বক্তব্য দেন, যশোর জেলা কৃষক লীগের সভাপতি এডভোকেট সামছুর রহমান, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন ও পৌর মেয়র রফিকুল ইসলাম মোড়ল। বর্ধিত সভার এক পর্যায়ে অতিথিবৃন্দদেরকে সুফলাকাটি ইউনিয়ন কৃষক লীগের নবগঠিত কমিটির নেতৃবৃন্দরা ফুলেল শুভেচ্ছা জানান। বর্ধিত সভা শেষে উপজেলার ১১টি ইউনিয়ন ও পৌর এলাকার কৃষকলীগের নেতৃবৃন্দের মাঝে গাছের চারা এবং বীজ তুলে দেন অতিথিবৃন্দ। এরপর আবু শরাফ সাদেক অডিটোরিয়াম প্রাঙ্গণের এক পাশে একটি বৃক্ষের চারা রোপণ করেন। কৃষক বাঁচাও-দেশ বাঁচাও স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠিত কৃষক লীগের এ বর্ধিত সভায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরাও উপস্থিত ছিলেন।
আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর