যশোরের শার্শা উপজেলার উল্লাসী ইউনিয়নে মসজিদ কমিটি গঠন সংক্রান্ত বিষয় নিয়ে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ককটেল বিস্ফোরণে তিন থেকে চারজন আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। রোববার (১০জুলাই) ঈদের দিন সকালে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, সাবেক মেম্বর হাসান আলী(৩৬), একই গ্রামের নূর ইসলামের ছেলে রহমত উল্লাহ (৬২), নজরুল ইসলামের দুই ছেলে নাসির উদ্দিন (৩৭), আবদুল ওয়াদুদ (৪৫) পিতা- মৃত নজরুল ইসলাম। আহতদের সকলের বাড়ি জিরেনগাছা গ্রামে।
জানা যায়, রোববার (ঈদের দিন) সকালে পবিত্র ঈদুল আজহার নামাজের জামায়াতের পর স্থানীয় ৩নং ওয়ার্ড মেম্বর আলাউদ্দিন আলা ঈদগাহ মাঠে সংশ্লিষ্ট মসজিদ ও এতিমখানার পুরাতন কমিটি ভেংগে নতুন কমিটি গঠন সংক্রান্ত বক্তব্য প্রদান কালে স্থানীয় সাবেক মেম্বর হাসান আলীর সমর্থক গন তার বক্তব্য প্রদানে বাধা দেয়। এতে দুই গ্রুপের মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি হলে ঈদগাহে আগত মুসল্লীগন দ্রুত ঈদগাহ মাঠ ত্যাগ করে চলে যায়। পরবর্তীতে দুই গ্রুপের লোকজন ঈদগাহ এর পাশে জিরেনগাছা – নাভারন রোডে লাঠিসোটা নিয়ে মুখোমুখি অবস্থান নিয়ে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতংক সৃষ্টি করে। উক্ত ঘটনায় উভয় গ্রুপের চারজন আহত হয়।
ঘটনার পর শার্শা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন আইনগত ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন।
এএন-২







