Friday, December 5, 2025

যশোরে ঈদুল আজহার জামাত আদায়

শনিবার সন্ধা রাতে একটু মেঘলা আকাশের কারণে দুশ্চিন্তা ছিল শহরবাসীর।  আবহাওয়ার পূর্বাবাসে বৃষ্টির আশঙ্কা থাকায় ঈদগাহ পর্যন্ত পৌঁছাতে পারবে কিনা তা নিয়ে ছিলো অনেকের মাঝে ‍ছিলো সংশয়। শেষমেষ সকালের সুন্দর আবহাওয়ায় দির্ঘদিন পর আবার ফুরফুরে মেজাজে  ঈদের নামাজ আদায় করেছেন শহরবাসী । সংকট নিরসন এবং দেশ-জাতির মঙ্গল কামনায় পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে কেন্দ্রীয় ঈদগাহে। সকাল সাড়ে সাতটায় অনুষ্ঠিত জামাতে যশোর জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান, পৌর মেয়র হায়দার গণি খান পলাশ  সহ হাজার হাজার ধর্মপ্রাণ মুসাল্লিগণ অংশ গ্রহণ করেন।

রেলওয়ে স্টেশনে ঈদের জামাত

এছাড়া একই সময় যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মসজিদ, দড়াটানা মাদ্রাসা, পুলিশ লাইন জামে মসজিদ যশোর পুরাতন কেন্দ্রীয় বাস টার্মিনাল,ঝুমঝুমপুর,ও বিজিবি ব্যাটেলিয়নে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এছাড়া সকাল ৭টায় কারবালা জামে মসজিদ প্রাঙ্গনে, আমিনিয়া-আলিয়া মাদ্রাসা মাঠে, উপশহর মাকার্স মসজিদ প্রাঙ্গণে, সকাল ৮টায় একই স্থানে ২য় জামাত, সকাল ৭টা ১৫ মিনিটে রেলগেট মডেল মসজিদ, উপশহর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে‌ , মোল্লাপাড়া বাঁশতলা জামে মসজিদে, সাতটায় যশোর কেন্দ্রীয় কারাগার মাঠে সহ বিভিন্ন এলাকায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়।  নামাজ শেষে বাড়িতে ফিরে পশু কোরবানির পর মাংশ প্রক্রিয়াজাত ও তা বিলি বন্টনে ব্যস্ত সময় পার করছেন সকলে। এছাড়া ঈদের জামাত শেষে অনেকেই তাদের পিতা মাতাসহ আত্মীয়-স্বজনের কবর জিয়ারত করতে গোরস্থানের দিকে ছুটে যান।

বিশেষ প্রতিনিধি

 

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর