Friday, December 5, 2025

মুক্তিযোদ্ধা আলতাফ হোসেনের ২১ তম মৃত্যুবার্ষিকী আজ

যশোরের বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সিনিয়র সহসভাপতি ও বন্দবিলা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা ডা. আলতাফ হোসেনের ২১ তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৯৯ সালের এ দিনে ৬৩ বছর বয়সে মৃত্যুবরণ করেন। তার বিদেহী আত্মার শান্তি কামনায় এ পারিবারিকভাবে দোয়া ও মসজিদে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

১৯৩৬ সালের ২০ মে উপজেলার খাজুরা বাজারে আলতাফ হোসেনের জন্ম। পিতার নাম আজিজ উদ্দীন। ১৯৫৪ সালে খাজুরা এম.এন.মিত্র মাধ্যমিক বিদ্যালয় থেকে মেট্রিক পাস করেন। তারপর খাজুরা বাজারে ডাক্তারি শুরু করেন। এর আগে অষ্টম শ্রেণিতে পড়াকালীন প্রগতিশীল ছাত্র রাজনীতিতে যুক্ত হন। ১৯৫২ ভাষা আন্দোলনে বাঘারপাড়ায় নেতৃত্ব দিতে গিয়ে পুলিশের হাতে আটক হন। ১৯৭১ সালে যুদ্ধের দামামা বেজে উঠলে আলতাফ হোসেন ভারতের চাঁপাবাড়িয়া ক্যাম্পে ট্রেনার ও মেডিকেল অফিসার হিসেবে যোগ দেন। দেশ স্বাধীনের পর মৃত্যুর আগ পর্যন্ত বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও বন্দবিলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন। তিনি সরকারি শহীদ সিরাজউদ্দীন হোসেন কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি। খাজুরা মাখনবালা মাধ্যমিক বালিকা ও টিপিএম সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং খাজুরা কেন্দ্রীয় ঈদগাহের জমিদাতা ও প্রতিষ্ঠাতা। এছাড়া কে.কে.আর মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতিও ছিলেন। ১৯৯৯ সালের ২৩ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন তিনি।

আলতাফ হোসেনের ছোট ছেলে বন্দবিলা ইউনিয়নের সমাজসেবক মাসুম রেজা খান জানান, আমার পিতা একজন ত্যাগী নেতা হলেও মৃত্যুর পর আমার পরিবারের লোকজনের খবর রাখেনি কেউ। এমনকি মুক্তিযোদ্ধা হিসেবে সরকারিভাবে আজো তার কবর পাকা করা হয়নি। পারিবারিকভাবে পিতার মৃত্যুবার্ষিকী পালন করলেও দলীয়ভাবে তাকে স্মরণ করা হয় না। মৃত্যুপথযাত্রী আমার মা প্রতিবছর স্বামীর মৃত্যুর দিনে তার ও বঙ্গবন্ধুর বিদেহী আত্মার শান্তি কামনায় কোরআন খতমের ব্যবস্থা করেন।

অনলাইন ডেস্ক

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর