Friday, December 5, 2025

কেশবপুরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, ধর্ষকের আদালতে স্বীকারোক্তি

কেশবপুর প্রতিনিধিঃ যশোরের কেশবপুরে শারীরিক প্রতিবন্ধী এক কিশোরী (১৮) কে ধর্ষণের অভিযোগে আব্দুল মোমেন (৩৭) নামে এক ব্যক্তিকে ১৫ সেপ্টেম্বর রাতে সাগরদাঁড়ি ইউনিয়নের ধর্মপুর এলাকা থেকে আটক করা হয়েছে। পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়নের ধর্মপুর গ্রামের প্রতিবন্ধি ওই কিশোরী সন্ধার পর বাড়ির পাশে নিজেদের গাছের তাল কুড়াতে যায়। এসময় প্রতিবেশি মৃত আরশাদ সরদারের ছেলে আব্দুল মোমেন ওই কিশোরীকে কৌশলে ডেকে নিয়ে ধর্ষণ করে। ওই রাতেই প্রতিবন্ধি কিশোরী ধর্ষণের বিষয়ে তার পরিবারের কাছে জানায়। ওইদিন রাত প্রায় ২ টার দিকে ওই কিশোরীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। খবর পেয়ে পরদিন ১৬সেপ্টেম্বর সকালে কেশবপুর থানার এ এস আই সুপ্রভাত ঘটনাস্থলে পৌঁছে আব্দুল মোমেনকে আটক করে। বুধবার যশোর সদর হাসপাতালে ধর্ষিতার ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়। কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জসীম উদ্দিন সাংবাদিকদের জানান আসামিকে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।পরে আদালতে সে স্বীকারোক্তিমুলক জবানবন্দি দেন। পরে আদালত তাকে কারাগারে পাঠায়।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর