Friday, December 5, 2025

মণিরামপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে কারেন্ট জাল ধ্বংস, জরিমানা

মণিরামপুরে আট কেজি কারেন্ট জাল ধ্বংস ও এক দোকানিকে দুই হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার দুপুরে ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ জাকির হাসান রাজগঞ্জ বাজারে এই অভিযান চালান।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রিপনকুমার ঘোষ, উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা (এনএটিপি-২) তন্ময় চক্রবর্তী, ক্ষেত্রসহকারী অসিতবরণ মিস্ত্রী প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।
আদালতের বেঞ্চ সহকারী সাইফুল ইসলাম বলেন, মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০ এর ৪ক (১) ও ৫ (২)(ক) ধারায় কারেন্ট জাল রাখা ও বিক্রির অপরাধে আদালত রাজগঞ্জ বাজারের দোকানি অর্জুনকুমারকে দুই হাজার টাকা জরিমানা করেন। এসময় অর্জুনের হেফাজতে থাকা আনুমানিক আট কেজি কারেন্ট জাল জব্দ করে তা পুড়িয়ে ফেলা হয়।

রাতদিন সংবাদ

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর