শনিবার যশোরে আরো ২৬ জন করোনা শনাক্ত হয়েছেন। এদিনে যবিপ্রবি থেকে আসা ১শ’৭৯ নমুনার ফলাফলের মধ্যে ২৫জন শনাক্ত হয়েছেন। এছাড়াও এদিন খুলনা মেডিকেল কলেজ হাপাতাল থেকে ১৫টি ফলাফলে একটি পজেটিভ ফলাফল এসেছে। শনাক্তদের মধ্যে যশোর সদরের রয়েছেন ২২ জন। এছাড়া চৌগাছার ২, অভয়নগরের ১জন ও ঝিকরগাছার রয়েছেন একজন। এ নিয়ে যশোরে মোট শনাক্ত হয়েছেন ৩৬শ’৩৮জন। যশোরে মারাগেছেন ৪২ জন ও সুস্থ্য হয়েছেন ২৩শ’৫৫ জন। বিষয়টি নিশ্চিত করেছেন যশোরের সিভিল সার্জন অফিসের মুখপাত্র ডাক্তার রেহনেওয়াজ রনি।
রাতদিন সংবাদ







