Friday, December 5, 2025

অভয়নগরে রেল লাইনের পাশ থেকে যুবকের লাশ উদ্ধার

অভয়নগরে রেল লাইনের পাশে পড়ে থাকা সুলতান মাহামুদ (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে জিআরপি পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার চেঙ্গুটিয়া রেল স্টেশনের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত সুলতান মাহামুদ বাঘারপাড়া উপজেলার খলসী বহারামপুর গ্রামের নওয়াব আলীর ছেলে। প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বৃহস্পতিবার সকালে চেঙ্গুটিয়া রেল স্টেশনের অদুরে রেল লাইনের পাশে একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় জনতা অভয়নগর থানা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি যশোর জিআরপি পুলিশকে অবহিত করে। পরে থানা ও জিআরপি পুলিশ নিহত যুবকের প্যান্ট ও শার্টের পকেট থেকে বিভিন্ন কোম্পানির ক্যাশ মেমো ও একটি পরিচয়পত্র উদ্ধার করে। দুপুরে জিআরপি পুলিশ লাশ উদ্ধার করে যশোরে নিয়ে যায়। এ ব্যাপারে নওয়াপাড়া রেলওয়ে স্টেশন মাস্টার মহসিন রেজা জানান, সকাল পৌনে ১১ টার সময় নওয়াপাড়া স্টেশন থেকে ছেড়ে যাওয়া যশোরগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটতে পারে। বিস্তারিত যশোর জিআরপি পুলিশ বলতে পারবে।যশোর জিআরপি পুলিশের আইসি তারিকুল ইসলাম জানান, ট্রেনের ধাক্কায় নিহত যুবকের নাম সুলতান মাহামুদ। সে বাঘারপাড়া উপজেলার খলসী বহারামপুর গ্রামের নওয়াব আলীর ছেলে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে। অভয়নগর থানার এসআই উজ্জ্বল হোসেন জানান, লাশটি দেখে মনে হয়েছে সে ট্রেন এক্সিডেন্টে মারা গেছে।

অভয়নগর প্রতিনিধি

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর