Friday, December 5, 2025

প্রয়াত চেয়ারম্যান কাজলের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও স্মরণসভা

মার্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত বাঘারপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমুল ইসলাম কাজলের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ যৌথভাবে এ অনুষ্ঠানের আয়াজন করে। উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত স্মরণ সভায় সভাপতিত্ব করেন বাঘারপাড়া উপজেলা নির্বাহী অফিসার তানিয়া আফরোজ। সভায় নাজমুল ইসলাম কাজলের স্মতিচারণ করে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) ফারজানা জান্নাত, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান বিথীকা বিশ্বাস, ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ, পৌর মেয়র কামরুজ্জামান বাচ্চু, থানা অফিসার ইনচার্জ সৈয়দ আল মামুন, ইউপি চেয়ারম্যান ও কাজলের ছোট ভাই কামরুল ইসলাম টুটুল, আবু মোতালেব তরফদার, মঞ্জুর রশিদ স্বপন, সব্দুল হাসান খাঁন, আয়ুব হোসন বাবলু, আবু তাহের আবুল সর্দার, মুক্তিযাদ্ধা সোলায়মান হোসেন বিশ্বাস, আব্দুল আজিজ বিশ্বাস, আব্দুস সালেক, প্রাণীসম্পদ কর্মকর্তা একেএম মান্নান কবির, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মাস্টার এমদাদ হোসেন সহ বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মামুন আল আজাদ।
উল্লখ্য, নাজমুল ইসলাম কাজল গত ৭ সেপ্টম্বর বিকাল ৩ ঘটিকায় হবিগঞ্জের মাধবপুর উপজলার নয়াপাড়া
এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সঙ্গীয় আরো তিনজন নিহত হন।

বাঘারপাড়া প্রতিনিধি

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর