Friday, December 5, 2025

যশোরে ১১টি পিস্তল, ২২ ম্যাগজিন ও মাদক সহ তিনজন আটক

যশোরের বেনাপোল পোর্ট থানার ঘিবা সীমান্তে ভারত থেকে পাচার করে আনার সময় ১১ টি পিস্তল, ২২টি ম্যাগজিন, ৫০ রাউন্ড গুলি, ১৪ কেজি গাঁজাসহ তিনজন অস্ত্র পাচারকারীকে আটক করেছে । শনিবার রাত তিনটার সময় ২ নং ঘিবা গ্রামের একটি মাদ্রাসার পাশের পাকা রাস্তার উপর থেকে এসব অস্ত্র,গুলি, গাঁজা সহ দুইজনকে আটক করে রঘুনাথপুর ক্যাম্পের বিজিবি সদস্যরা।আটককৃতরা হলো বেনাপোল পোর্ট থানার  ধন্যখোলা গ্রামের  এজুবার মিয়ার ছেলে সাজজুল, স্বরবাংহুদা গ্রামের সহিদ বিশ্বাস এর ছেলে আনারুল (৩৪) ও একই গ্রামের সাবেদ আলীর ছেলে আলমগীর হোসেন (৪০)। বিজিবি সূত্রে জানা গেছে,  অস্ত্র ও মাদক চোরাকারবারীরা ভারত থেকে গভীর রাতে অস্ত্র, গুলি, ম্যাগজিন ও গাঁজা নিয়ে আসার সময় বিজিবি তাদের ধাওয়া করে এ তিনজন চোরাচালানিকে আটক করে। এসময় তাদের নিকট থেকে ১১টি ভারতীয় পিস্তল, ২২ টি ম্যাগজিন, ৫০ রাউন্ড গুলি ও 14 কেজি গাঁজা উদ্ধার করে। এদিকে এ বিষয়ে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্নেল সেলিম রেজা ঘটনার বিষয়ে যশোর বিজিবি কার্যালয়ে সাংবাদিক সম্মেলণ করে ঘটনার বিস্তারিত জানান। তিনি আরো জানান বিজি’র জিজ্ঞাসাবাদে আসামিরা জানায়, এসকল অস্ত্র, গোলবারুদ মাদক তারা ভারতের উত্তর চব্বিশ পরগোনা জেলার বনগাঁ থানার ভিড়া গ্রামের কোরবান আলি (৩৫ ) ও লালটু মিয়া (৩২ ) এর নিকট থেকে সংগ্রহ করে বাংলাদেশের মাদক  সম্রাট বাদশা মল্লিক পিতা- কেরামত মল্লিক গ্রাম, নারায়ণপুর থানা – বেনাপোল পোর্ট জেলা – যশোর এর কাছে হস্তান্তরের কথা ছিল।
আটককৃত গোলবারুদ ও মাদক দ্রব্যের আনুমানিক মূল্য ১২ লক্ষ ১৮ হাজার টাকা বলে বিজিবি জানিয়েছে। আটককৃত অস্ত্র গোলাবারুদ ও মাদকসহ আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন।

রাতদিন সংবাদ

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর