Friday, December 5, 2025

চৌগাছার পাশাপোল গ্রামের আজগর আলী নিহতের ঘটনায় হত্যা মামলা

যশোর চৌগাছার পাশাপোল গ্রামের আজগর আলীকে হত্যার অভিযোগে একই পরিবারের সাত জনকে আসামি করে আদালতে একটি মামলা হয়েছে। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো.মামুনুর রহমান অভিযোগটি গ্রহণ করে এ ব্যাপারে থানায় কোন মামলা আছে কি না সে মর্মে আগামি ৯ সেপ্টেম্বরের মধ্যে চৌগাছা থানার ওসিকে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন। বুধবার নিহতের ছেলে আশিকুল বাদী হয়ে এ মামলা করেছেন। আসামিরা হলো পাশাপোল গ্রামের মোজাফফর হোসেনের দুই ছেলে তুষার হোসেন তপন ও স্বপন, স্ত্রী সবুরা বেগম, তপনের স্ত্রী মুক্তা খাতুন, ছেলে রনি, স্বপনের দুই ছেলে রাহাত ও রনি।
মামলার অভিযোগে জানা গেছে, আসমিদের সাথে জমি নিয়ে বিরোধ চলছিল আজগর আলীর। জমি দখলে ব্যর্থ হয়ে আসামিরা আজগর আলীকে খুন জখমের ষড়যন্ত্র করে আসছিল। গত ১ ফেব্রুয়ারি রাতে আসামিরা আজগর আলীর বাড়িতে হামলা করে আজগর আলী ও তার স্ত্রী চায়না খাতুনকে বেধড়ক মারপিট করে। ঘটনাস্থলে আজগর আলী মারা যায়।

রাতদিন সংবাদ

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর