Tuesday, March 25, 2025

যশোর পঙ্গু হাসপাতালের এ্যাম্বুলেন্সে বিপুল পরিমান মাদক সহ ৩জন আটক

অভিনব কায়দায় যশোর পঙ্গু হাসপাতালের  অ্যাম্বুলেন্সে রোগীর পরিবর্তে বস্তা ভর্তি মাদক পাচারের সময় ঝিনাইদহের মহেশপুর থানা পুলিশ অভিযান চালিয়ে ২২৫ বোতল ফেনসিডিল ও ৮ কেজি গাঁজাসহ ৩ জনকে আটক করেছে। আটককৃতরা হলেন, যশোর শহরের সুলতানপুর দরপাড়া গ্রামের শহিদুল খাঁর ছেলে ইমরান হোসেন (২৭),  মথুরাপুর গ্রামের মাহাবুর রহমানের পুত্র রুবেল হোসেন (২৫), রায়পাড়া (চাঁচড়া) গ্রামের কাউসার আলীর পুত্র মাজহারুল ইসলাম সাগর (২৫)। সোমবার দিবাগত রাতে অভিযান চালিয়ে  মহেশপুর থেকে যশোরগামী যশোর পঙ্গু হাসপাতালের একটি এ্যাম্বুলেন্সের  পুলিশ মাদকসহ তাদের আটক করে।ঝিনাইদহ পুলিশ সুপার হাসানুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে মাদক ব্যবসায়ীরা রোগীর পরিবর্তে অ্যাম্বুলেন্সে করে মাদক পাচার করছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চারানো হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মহেশপুর থানায় মামলা হয়েছে।

ঝিনাইদহ প্রতিনিধি

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর