যশোরে করোনা আক্রান্ত হয়ে প্রথমবারের মতো একজন স্বাস্থ্যকর্মীর মৃত্যু হয়েছে। তার নাম মতিয়ার রহমান। তিনি শার্শা উপজেলার বাগআঁচড়া উপস্বাস্থ্যকেন্দ্রের উপসহকারী মেডিকেল অফিসার ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয় ৫৫ বছর। ৩০ আগস্ট রাত ১১টার দিকে খুলনার করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এছাড়া, সোমবার দুপুরে যশোর মেডিকেল কলেজের অধ্যক্ষ আক্তারুজ্জামানের মা আনোয়ারা খাতুন (৯৩) মারা গেছেন। যশোরের বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তারা দুইজনই করোনায় আক্রান্ত ছিলেন। এনিয়ে জেলায় মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৪০ জনে। বিষয়টি নিশ্চিত করে যশোরের সিভিল সার্জন শেখ আবু শাহীন জানান, যশোর মেডিকেল কলেজ অধ্যক্ষের মা আনোয়ারা খাতুন ২৯ আগস্ট করোনায় আক্রান্ত হয়ে ইবনেসিনা হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার দুপুর একটার দিকে তার মৃত্যু হয়। করোনায় আক্রান্ত হওয়ায় স্বাস্থ্যবিধি মেনে তাকে দাফন করতে বলা হয়েছে। সিভিল সার্জন আরও জানান, বাগআঁচড়া উপস্বাস্থ্য কেন্দ্রের উপসহকারী মেডিকেল অফিসার মতিয়ার রহমান গত ১৮ আগস্ট করোনা পরীক্ষার জন্যে নমুনা দেন। ২০ আগস্ট তিনি পজিটিভ শনাক্ত হন। অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্যে তাকে খুলনার করোনা ডেডিকেটেড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার মারা যান তিনি। স্বাস্থ্যবিধি মেনে সোমবার তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। যশোর মেডিকেল কলেজের অধ্যক্ষ আক্তারুজ্জামানের মা আনোয়ারা খাতুনকে সোমবার এশার নামাজের পর জানাজা শেষে কারবালা কবরস্থানে তাকে দাফন করা হয়।
রাতদিন সংবাদ







