Tuesday, July 15, 2025

বেনাপোলে সোয়া ৬ কোটি টাকার স্বর্ণসহ নারী আটক

যশোরের বেনাপোল পোর্ট থানার সীমান্তবর্তী সাদিপুর গ্রামে অভিযান চালিয়ে ৯ কেজি ২০০ গ্রাম ওজনের ৫৭টি সোনার বারসহ বানেছা খাতুন (৩৫) নামের এক নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। যার বাজার মূল্য প্রায় ৬ কোটি ২৫ লাখ ৬০ হাজার টাকা। আটক বানেছা ওই গ্রামের দুঃখে মিয়ার স্ত্রী। শুক্রবার (২৮ আগস্ট) রাত ১০টার দিকে নিজ বাড়ি থেকে স্বর্ণের বারসহ তাকে আটক করা হয়। ভারত সীমান্ত সংলগ্ন বাড়ি হওয়ায় ওই নারী দীর্ঘদিন ধরে স্বর্ণসহ মাদক পাচারের সাথে জড়িত বলে জানা গেছে। বিজিবির পক্ষ থেকে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় সাদিপুর গ্রামের বানেছা নামে এক নারী স্বর্ণ পাচারকারী বিপুল পরিমাণ সোনার একটি চালান ভারতে পাচার করবে। এমন খবরে বেনাপোল বিজিবি কোম্পানী সদরের একটি টহল দল সেখানে অভিযান চালিয়ে উক্ত স্বর্ণের বারসহ বানেছাকে হাতেনাতে আটক করা করে। যশোর ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা জানান, ‘আটককৃতকে স্বর্ণ পাচারের মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

শার্শা প্রতিনিধি

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর