Tuesday, July 15, 2025

শনিবার যশোরে আরো ৩৫জন শনাক্ত

শনিবার যশোরে আরো ৩৫ জন করোনা শনাক্ত হয়েছেন। এদিনে যবিপ্রবি থেকে আসা ১শ’৮৩ নমুনার ফলাফলের মধ্যে ৩৪ জন শনাক্ত হয়েছেন। এছাড়া এদিন  খুলনা মেডিকেল থেকে ৮ টি নমুনা  ফলাফলের একটি পজেটিভ এসেছে। শনাক্তদের মধ্যে যশোর সদরের রয়েছেন ২০ জন। এছাড়া অভয়নগরের ৪, মণিরামপুরের ৩, বাঘারপাড়ার ৩, শার্শার ২ কেশবপুরের ২ ও ঝিকরগাছার ১জন। যশোরে মৃত্যু হয়েছে ৩৮ জনের। মোট সুস্থ্ হয়েছেন ১৯শ’১৯জন ও শনাক্ত হয়েছেন ৩ হাজার ১শ’৬৭ জন।  বিষয়টি নিশ্চিত করেছেন যশোরের সিভিল সার্জন অফিসের মুখপাত্র ডাক্তার রেহনেওয়াজ রনি।

রাতদিন সংবাদ

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর