যশোরে মাদক মামলায় এক ব্যক্তির সাত বছরের সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাসের কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক আয়শা নাসরিন এ আদেশ দেন। সাজাপ্রাপ্ত পলাতক আসামি আবু বক্কর ওরফে বাক্কা বেনাপোল পোর্ট থানা দিঘীরপাড় গ্রামের নুর ইসলামের ছেলে।
এরআগে গত ২০১২ সালের ১৮ আগস্ট যশোর গোয়েন্দা পুলিশের স্পেশাল টিম বেনাপোল পোর্ট থানা দিঘীরপাড় এলাকায় অভিযান চালায়। রাতদশটার সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে বাক্কারের বাড়িতে মাদক রয়েছে। তাৎক্ষনিক হাইওয়ে রাস্তার দক্ষিন পাশে অবস্থিত বাক্কার বাড়িতে অভিযান চালায়। এসময় আসামি পালিয়ে যায়। পরে ঘরের ঘাটের নিচথেকে তল্লাশী করে ১শ’বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। এঘটনায় জেলা গোয়েন্দা শাখার তৎকালীন এসআই আবুল খায়ের বাদী হয়ে বেনাপোল পোর্ট থানায় মামলা করেন। সর্বশেষ মঙ্গলবার এ মামলার রায় ঘোষণা করে আদালত।
রাতদিন সংবাদ







