যশোর প্রতিনিধি :
যশোরের ঝিকরগাছা উপজেলাার শিমুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা জহুরুল হককে মারধর করায় ক্ষোভ প্রকাশ করেছেন মুক্তিযোদ্ধা কমান্ডাররা।
শনিবার প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলন করে নৌকার প্রার্থী মতিয়ার রহমানের পেটুয়া বাহিনীর হাতে বীর মুক্তিযোদ্ধা আহত হওয়ার ঘটনায় তীব্র প্রতিবাদ জানান তারা।
লিখিত বক্তব্যে জহরুল হক বলেন, নৌকা প্রতিকের প্রার্থী মতিয়ার রহমান জনবিচ্ছিন্ন নেতা। একারণে আগেও তিনি নৌকা প্রতীক নিয়ে জয় পাননি। অতীতেও তিনি ও তার পরিবারের সদস্যরা নানা নাশকতামূলক কর্মকান্ড চালিয়েছে। আসন্ন নির্বাচনেও তারা সাধারণ মানুষের মাঝে আতংক সৃষ্টি করে চলেছে। তারই ধারাবাহিকতায় ২৮ অক্টোবর মতিয়ারের সন্ত্রাসীরা তার এবং সমর্থকদের উপর হামলা চালায়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ঝিকরগাছা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এবিএম কামরুজ্জামান, সাবেক ইউপি কমান্ডার আব্দুর রব ও অলিয়ার রহমান, যুদ্ধকালীন কমান্ডার আব্দুস সাত্তার, বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার, শাহজালাল, আবু সাঈদ প্রমুখ।







