Saturday, December 6, 2025

ঝিকরগাছার এস কে মার্কেটকে ৩ গোলো হারিয়ে নিশানা শপিং সিটি চাম্পিয়ান

 

আফজাল হোসন চাঁদ: মহামারী করোনাকালীন সময়ে সারাদেশের সাথে তালমিলিয়ে সরকারের লকডাউন বন্ধ থাকার পর সকল প্রতিষ্ঠান খুলে দেওয়ার আনান্দে যশোরের ঝিকরগাছা পৌর সদরের ঐতিহ্যবাহী দুটি মার্কেটর মধ্যে ফুটবল খেলার আয়োজ করা হয়।

শুক্রবার বিকালের খেলায় ঐতিহ্যবাহী এস.কে সুপাপ মার্কেটকে ০-৩ গোলো হারিয়ে ঐতিহ্যবাহী নিশানা শপিং সিটি চাম্পিয়ান হয়েছে। ঐতিহ্যবাহী নিশানা শপিং সিটির পক্ষে ১ম পর্বে ১টা গোল করেন আশা এবং ২য় পর্বে ২টা শুভ।

এসময় উপস্থিত ছিলেন, ঐতিহ্যবাহী নিশানা শপিং সিটির সভাপতি মোঃ মাসুদুর রহমান মাসুদ, সাধারণ সম্পাদক ফয়সাল আরমান, এস.কে সুপরি মার্কেটের সহ সাধারণ সম্পাদক মেহেদী হাসান মিন্টু প্রমুখ।

 

 

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর